ইমদাদুল হক মিলন

শঙ্খিনী

ইমদাদুল হক মিলন

বিষয় : গল্প

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : কাঠবিড়ালির মতো তরতর করে গাছে চড়ে গেল ফুফু। ডাঁশা ডাঁশা পেয়ারা পাড়লো। বেছে বেছে সুহাসকে দিল। এবং নিজে ইঁদুরের মতো দাঁতে পেয়ারা কাটতে কাটতে বলল, অনেকদিন থেকে যাবে তুমি। আমাকে একটা শালিক ধরে দেবে। সুহাস বলল, আমি শালিক ধরবো কেমন করে? দু’জনে কায়দা করে ধরব। আসলে তুমি একাই পার। শহরের মানুষ কি না পারে? সুহাস হাসল।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই