নিমাই ভট্টাচার্য
জন্ম : 10th April
— মৃত্যু : 25th June 2020
লেখকের মোট বই 0 টি
বায়োগ্রাফি: নিমাই ভট্টাচার্য ১৯৩১ সালে মাগুরা জেলার শালিখা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের এই খ্যাতিমান ঔপন্যাসিক ১৯৫২ সালে কলকাতা রিপন কলেজে থেকে বি.এ পাশ করেন। সাংবাদিকতার মাধ্যমেই তাঁর কর্মজীবন শুরু হয়। ছোটবেলা থেকেই দরিদ্রতা তাঁর জীবনের চিরসঙ্গী। কিন্তু দরিদ্রতা নিমাই ভট্টাচার্যকে পরাভূত করতে পারেনি। ক্ষয় করতে পারেনি তাঁর সৃষ্টিশীল প্রতিভাকে। পরম উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভাগ্যের সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। মেমসাহেব, মিনিবাস, মাতাল, ইনকিলাব, কলোনী, রাজধানী এক্সপ্রেস, নিমন্ত্রণ, প্রিয়বরেষু, আকাশ ভরা সূর্য তারা, হরেকৃষ্ণ জুয়েলার্স, পথের শেষে প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। তাঁর লেখা উপন্যাসে বিষয়গত বৈচিত্র্যতার ছাপ প্রস্ফুটিত হয়ে উঠেছে। নগরের অন্দর মহলের অন্ধকারে লুকিয়ে থাকা অভিজাত সমাজের কুৎসিত রূপ, নীচু তলার মানুষের সুখ-দুঃখ, অন্যায়ের প্রতিবাদ লক্ষ্যণীয়।