মীর মশাররফ হোসেন
জন্ম : 13th November
— মৃত্যু : 19th December 1911
লেখকের মোট বই 2 টি
বায়োগ্রাফি: মীর মশাররফ হোসেন বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী। তিনি ১৮৪৭ সালে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বহুমুখী প্রতিভার মাধ্যমে তিনি আধুনিক যুগে মুসলিম বাংলা সাহিত্য সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন। যদিও তিনি ছিলেন সাম্প্রদায়িক মনোভাব থেকে মুক্ত এক লেখক। তিনি তাঁর নাটক ও আত্মজৈবনিক উপন্যাসে সমকালীন সমাজের অসঙ্গতি ও সমস্যার ওপর তীক্ষ্ণ কটাক্ষপাত করেন। তাঁর প্রথম উপন্যাস রত্নবতী ১৮৬৯ সালে প্রকাশিত হয়। এরপর তিনি একে একে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো: বসন্তকুমারী নাটক, জমিদার দর্পণ, সঙ্গীত লহরী, উদাসীন পথিকের মনের কথা ইত্যাদি। তাঁর অমর কীর্তি কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাস। তাঁর সাহিত্যের গুরু ছিলেন কাঙাল হরিনাথ। ১৯১২ সালে তাঁর মৃত্যু হয়।