হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
জন্ম : 17th April
— মৃত্যু : 24th May 1943
লেখকের মোট বই 1 টি
বায়োগ্রাফি: হেমচন্দ্রের প্রধান পরিচয় তিনি একজন দেশপ্রেমিক কবি। ১৮৩৮ সালে তিনি পশ্চিমবঙ্গের হুগলীতে জন্মগ্রহণ করেন। তার সর্বাধিক প্রসিদ্ধ রচনা বৃত্রসংহার কাব্য (১৮৭৫-৭৭ দুই খণ্ড)। এই কাব্যগ্রন্থে তিনি পৌরাণিক কাহিনীর সাহায্যে অন্যায়ের বিরুদ্ধে আহ্বান জানিয়েছিলেন। ১৮৭২ সালে এডুকেশন গেজেট পত্রিকায় তার 'ভারত সঙ্গীত' কবিতাটি প্রকাশিত হলে তিনি সরকারের রোষানলে পড়েন। এই কবিতায় স্পষ্ট ও প্রত্যক্ষভাবে ভারতবাসীকে অধীনতার পাশ থেকে মুক্ত হবার আহ্বান জানান। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ছিল হুগলীর উত্তরপাড়া গ্রামে। রাজবলহাটের নিকট গুলাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মাইকেল মধুসূদন দত্তের পরবর্তী কাব্য রচয়িতাদের মধ্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সে সময় সবচেয়ে খ্যাতিমান ছিলেন। বাংলা মহাকাব্যের ধারায় হেমচন্দ্রের বিশেষ দান হচ্ছে স্বদেশ প্রেমের উত্তেজনা সঞ্চার। হেমচন্দ্রের প্রথম কাব্য চিন্তাতরঙ্গিনী (১৮৬১)। বৃত্রসংহার মহাকাব্য তার শ্রেষ্ঠ রচনা। বীরবাহু (১৮৬৪), আশাকানন (১৮৭৬), সাঙ্গরূপক কাব্য ইত্যাদি কাব্যগ্রন্থগুলোও তাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।