নিয়াজ মাহমুদ সাকিব
লেখকের মোট বই 1 টি
বায়োগ্রাফি: জন্ম ও বেড়ে ওঠা বরিশালে। বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন। নিয়াজ মাহমুদ সাকিব অমৃত লাল দে বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাংগুয়েজেস’ প্রোগ্রামে। সেখানেই স্নাতক! সেখানেই ইংরেজি ভাষা নিয়ে গবেষণারত। ভারতীয় উপমাহাদেশ থেকে প্রথম ও কনিষ্ঠতম লেভিয়াথান আই কিউ সোসাইটির সংগঠক হিসেবে কাজ করছেন তিনি। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সাথে কাজ করছেন তিনি। নিয়াজ মাহমুদ সাকিবের লেখা গ্রন্থের তালিকায় রয়েছে ‘প্রতিশোধনামা’, ‘হ-য-ব-র-ল আনন্দ শিক্ষাযজ্ঞ’, ‘৯০ দিনে স্প্যানিশ যজ্ঞ’, ‘জমিনে সন্ধ্যা-বৃষ্টি’ ও ‘সুখ যুদ্ধে চুমুর ফুল’ প্রভৃতি।