সংক্ষিপ্ত বিবরন : কালো মেয়েটির গভীর কাজল কালো চোখের গহীনতায় নিজের অজান্তেই আশাহীন জীবনের নায়ক বাচ্চু তার সমস্ত অস্তিত্বকে বিলীন করে দিয়েছিল। ট্রেনের কামরায় দু’জনের চোখের চাহনির মিলন থেকে সূচনা করেছিল এক ইতিহাসের। সে ইতিহাস এক মেমসাহেবের। রীতিমত শাড়ি পরা সে এক বাঙালি মেমসাহেব। দোলাবৌদির কাছে দেবরের নিজের প্রেমকাহিনীর সবিস্তার বর্ণনা নিমাই ভট্টাচার্যের ‘মেমসাহেব’ উপন্যাসটি পড়ার আগ্রহ অটুট রাখতে সহায়ক হবে বইপ্রেমীদের।