অক্ষয়কুমার দত্ত

বাহ্যবস্তুর সহিত মানবপ্রকৃতির সম্বন্ধ বিচার

অক্ষয়কুমার দত্ত

বিষয় : প্রবন্ধ

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : মানুষের জীবনে বাস্তব জগতের হাতছানি ক্রমাগত তাকে নানান পরিস্থির মধ্য দিয়ে নিয়ে চলে। সেইসব বাহ্যবস্তুর ভোগ বিলাসের দ্রব্যে নিজেকে নিয়োজিত করে মানুষ নিজেকে সুখী বোধ করে। তবে মানুষের বাহ্যিক পৃথিবীর বাহিরেও আরেকটি জগত আছে, সেখানে রয়েছে ভিন্ন এক সত্ত্বা। যা মানুষকে নিয়ন্ত্রণ করে তার বোধ-বিচার অনুযায়ী। অক্ষয়কুমার দত্ত তার ‘বাহ্যবস্তুর সহিত মানবপ্রকৃতির সম্বন্ধ বিচার’-রচনায় মানুষের সেই মনোভাবনাকে জাগিয়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি সুনিপুনভাবে বিশ্লেষণ করেছেন মানবিক বোধ জাগ্রত করতে পারলে এই নশ্বর পৃথিবীও স্বর্গ সমতুল্য হয়ে উঠবে। মানুষের নানান বাহ্য জিনিসের প্রতি লোভ ও সুখভোগের তুলনায় বিবেক ও মননের যে হাতছানি তার অন্তরে রয়েছে তার প্রতি আরো বেশি সতেচন ও যত্নশীল হতে পারলে মানুষের অসাধ্য অনেককিছুই তারসাধ্যের মধ্যে চলে আসবে। প্রবন্ধটি পাঠক মনের সুগভীরে অন্তর্নিহিত কোনো অদেখা ভূবনের দরজা খুলে দিয়ে তাকে নতুন এক দিগন্তের সামনে এনে দাঁড় করিয়ে দিতে পারে।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই