সংক্ষিপ্ত বিবরন : রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে কামাল ফ্যাকাসে রক্তশূন্য মুখে বলল, ফ্লা-ই-ইং-স-সা-র!! পরবর্তী তিরিশ সেকেণ্ড সবাই ওদের তিনজনকে প্রচণ্ড বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাবার ভয়াবহ দৃশ্য দেখার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকে। কিন্তু কিছুই ঘটল না। জাহিদ কাঁপা গলায় বলল, আমরা আর কতজন বেঁচে থাকব জানি না। ফ্লাইং সসারটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি! ধ্বংস হয়ে যাচ্ছে এণ্ড্রোমিডা, আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে রকেটে থাকা সবগুলো প্রাণ, পারবে কি ওরা সেই ধ্বংসাত্মক ফ্লাইং সসার থেকে বাঁচতে?