সংক্ষিপ্ত বিবরন : আজ মঙ্গলবার। দুই বন্ধু রনি আর আরিফ মানুষের মঙ্গলজনক কোনো কাজ করার জন্য স্কুল পালিয়েছে। একটা পুঁটলি কিছুক্ষণের জন্য রাখতে বলে একজন লোক ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশের ড্রেস পরা তিনজন লোক তাদের সামনে এসে হাজির হয়। দুই বন্ধু আঁতকে উঠে! মুহূর্তে ঐ পুলিশ তিনজনও ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে যায়। ঝোপের এমন কি রহস্য? যা জ্যান্ত মানুষ গিলে ফেলে!