সংক্ষিপ্ত বিবরন : উখিনীরা আমাদের দেশীয় প্রেত নয়; ওদের আদি নিবাস প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিচ্ছিন্ন দ্বীপগুলোতে। বিলেতে রীতিমত গবেষণা হয়েছে ওদের নিয়ে। উনবিংশ শতাব্দীতে ওদের উৎপাত এতটাই বেড়ে গিয়েছিল যে, দক্ষিণের প্রায় ২৩৩টি দ্বীপ থেকে ওদের উৎখাতের দায়িত্ব দেয়া হয়েছিল নৌবাহিনীকে। তাঁদের লাগানো দাবানলের আঁচ থেকে প্রাণ বাঁচাতেই পুরো পৃথিবীময় ছড়িয়ে পড়ে ওরা। নরেন বাবুর কাছে উখিনীদের ব্যাপারে জানতে পেরে, অতি উৎসাহী হয়ে উখিনীদের জঙ্গলে পা রাখলেন সেলিম সাহেব। তারপর…