বেগম রোকেয়া
জন্ম : 9th December
— মৃত্যু : 9th December 1932
লেখকের মোট বই 1 টি
বায়োগ্রাফি: বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে। ১৮৯৮ সালে তাঁর বিয়ে হয় ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। স্বামীর সহযোগিতা ও উৎসাহে তিনি সাহিত্যচর্চা শুরু করেন। ১৯২৬ সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে তাঁর নামকরণে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ‘রোকেয়া হল’ নামে আবাসন নির্মাণ করা হয়। স্বামীর মৃত্যুর পর তিনি নারীশিক্ষা বিস্তার ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। ১৯০৯ সালের ১ অক্টোবর স্বামীর প্রদত্ত অর্থে পাঁচটি ছাত্রী নিয়ে তিনি ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস’ স্কুল স্থাপন করেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- ‘মতিচূর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘পদ্মরাগ’, ‘অবরোধ বাসিনী’ প্রভৃতি।