![বেগম রোকেয়া](/_next/image?url=https%3A%2F%2Fd25swln94uq8y4.cloudfront.net%2Fmedia%2Fbook_th%2F22E094F1.jpg&w=750&q=100)
সংক্ষিপ্ত বিবরন : অবরোধ-বাসিনী মূলত লেখকের দেখা ও অভিজ্ঞতার বয়ান। অনেকে এটাকে অনুগল্পও মনে করলেও বনফুলের রচিত অনুগল্প কিংবা বিদেশী সাহিত্যে আন্তন চেখভ বা ফ্রানুজ কাফকার অনুগল্পের পাশাপাশি অবরোধ-বাসিনী’র রচনাগুলো স্থাপন করলে কিছু পার্থক্য খুঁজে পাওয়া যায়। সেই পার্থক্য মূলত এদের মেজাজের ভিন্নতায় এবং উদ্দেশ্যপ্রণোদনায়। অন্যদের অনুগল্প যেখানে প্রত্যেকটিই স্বতন্ত্র সৃষ্টি সেখানে বেগম রোকেয়ার এই রচনাগুলো একটি অপরটির পরিপূরক। মোট ৪৭টি অনুগল্প একসঙ্গে মিলে একটি অখণ্ড আবহ সৃষ্টি করেছে। এই গল্পগুলো পর্দাপ্রথার নামে হিন্দু-মুসলমান নির্বিশেষে ভারতবর্ষীয় নারীদের লাঞ্ছনার বর্ণনা। ঘটনাগুলোর কিছু লেখিকার ব্যক্তিগত, পারিবারিক ও তাঁর প্রতিষ্ঠিত সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুলের অভিজ্ঞতা, কয়েকটি আছে অন্যের কাছ থেকে শোনা। পর্দাপ্রথার নামে ধর্মীয় কুসংষ্কারগুলোতে কাঠারাঘাতই ছিল অবরোধবাসিনীর মূল লক্ষ্য। বইটি পাঠের মাধ্যমে পাঠক তৎকালীন সমাজব্যবস্থা অনেকটাই অনুমান করতে পারবেন।