সংক্ষিপ্ত বিবরন : জান্নাতুল ফেরদৌসীর ‘উল্লেখযোগ্য স্মৃতি’ মূলত প্রেমের কবিতার বই। ভাব ও ভাষার প্রয়োগে তিনি রচনা করেছেন এই বইয়ের কবিতাগুলো। সরল ভাষায় রচিত কবিতাগুলোর মধ্যে প্রেম, বিরহ, দু:খ-যাতনা, ব্যক্তি যাপন চিত্রায়িত হয়েছে। তার কবিতার মধ্যে স্মৃতি কাতরতার পরাগায়নে সৃষ্টি হয়েছে প্রেমের এক সরল ভাষ্য। প্রিয় মানুষের প্রতি নিবেদনের বয়ান আদ্র করেছে তার কবিতার শরীর। যা পাঠককেও কখনো কখনো আদ্র করে দেয়।