ভাই গিরীশ চন্দ্র সেন

সূরা আত-তওবা - কোরআন শরীফ বাংলা অনুবাদ - সূরা ৯

ভাই গিরীশ চন্দ্র সেন

বিষয় : বিবিধ

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : সূরা আত-তাওবাহ্‌, (আরবি: سورة التوبة‎‎, "অনুশোচনা"), যা সূরা বার'আহ বা বার'আত (প্রত্যাখ্যান) নামেও পরিচিত[১] মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের নবম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১২৯ টি।[২] আরবি তওবা অর্থ ক্ষমা (Ultimatum) - একে সূরা তওবা বলা হয়, কারণ এতে মুসলমানদের তওবা কবুল হওয়ার বর্ণনা রয়েছে।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই