সংক্ষিপ্ত বিবরন : আত্মশক্তি ১৩১২ সালের গ্রন্থাকারে প্রকাশিত হয়। পরে তা আর স্বতন্ত্র গ্রন্থাকারে প্রচলিত ছিল না, অনেকগুলি প্রবন্ধ গদ্যগ্রন্থাবলীর অন্তর্গত বিভিন্ন গ্রন্তে সংকলিত হয়েছিল ; ‘স্বদেশী সমাজ’, ‘স্বদেশী সমাজের প্রবন্ধের পরিশিষ্ট’ ও ‘সফলতার সদুপায়’ সমূহ গ্রন্থে, ‘ছাত্রদের প্রতি সম্ভাষণ’ শিক্ষা গ্রন্থে, ‘দেশীয় রাজ্য’ স্বদেশ গ্রন্থে সন্নিবিষ্ট হয়-‘ভারতবর্ষীয় সমাজ’-এর এক অংশ ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধের পরিশিষ্টের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন গ্রন্থে সংকলন করার সময় প্রবন্ধগুলিকে বিশেষভাবে সংক্ষিপ্ত করা হয়েছিল। সেই পরিবর্জিত অংশগুলি রচনাবলিতে পুনরায় যোগ করে দেওয়া হয়েছে।