![আল মাহমুদ](/_next/image?url=https%3A%2F%2Fd25swln94uq8y4.cloudfront.net%2Fmedia%2Fbook_th%2FBCBF846A.jpg&w=750&q=100)
সংক্ষিপ্ত বিবরন : সামারি: কর্পূরের শাড়িটা অকস্মাৎ গা থেকে অনেকটা আলগা হয়ে বাতাসে ফড়ি ফড়ি করতে লাগলো। দড়ির ঘষায় কনুই জ্বলছে। ছোট বুক দুটি জ্বলছে। এবার কর্পূর হঠাৎ কায়দা করে কোমর থেকে শাড়ির গিটটা একহাতে খুলে ফেললো। অন্যহাতে এবং নিচের পা দুটো দিয়ে ক্রেনের দড়ির ওপর ভরাটা নিষ্কম্প। আস্তে সে শাড়িটার প্যাঁচ কোমর থেকে সম্পূর্ণ আলগা করে শাড়িটা বাতাসে উড়িয়ে দিলো। শাড়িটা গাঙচিলদের সাথে উড়তে উড়তে নদীর ঢেউয়ের ওপর ভাসতে লাগলো। গায়ে একটা হাতকটা ব্লাউজ ও পরনে খাটো সায়াটা ছাড়া আর কিছু নেই। তার ছোট্ট বেণীটা বাতাসে একটা কালো তরবারির মতো লাফিয়ে উঠেছে।