সংক্ষিপ্ত বিবরন : তুমি একজন ডাকু, একজন দস্যু তুমি, তবু তোমার মহান চরিত্রের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি সেদিন রাতে আমার কক্ষে প্রবেশ করেও আমার কোন ক্ষতি করোনি। ইচ্ছা করলে তুমি আমার সবকিছু হরণ করতে পারতে। কেমন করে জানলে সেদিন তোমায় রেহাই দিয়েছি বলে আজও দেবো? এবার নীলার বুকটা ধক করে উঠলো। এতোক্ষণ যে সাহস নিয়ে নীলা কথা বলছিলো দপ্ করে সে মনোবল নিভে গেলো। আমতা আমতা করে বললো— যা চাও তাই দেবো, তুমি চলে যাও দস্যু বনহুর। যদি বলি তোমাকেই চাই— তা হতে পারেনা। আমি চিৎকার করবো। আমি তোমার আব্বাকে সব কথা জানিয়ে দেবো। তিনি যদি জানতে পারেন তুমি রংলালকে মনপ্রাণে ভালবাসো তাহলে তার পরিণতি কি হবে জানো? রংলালকে চিরদিনের জন্য তোমার কাছ থেকে সরিয়ে ফেলা হবে। কোনদিন আর তার দেখাও পাবে না…