রোমেনা  আফাজ

নীল পাথর - ১

রোমেনা আফাজ

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : পুলিশ মহলের সর্বদা দৃষ্টি ছিলো চৌধুরী বাড়ির দিকে। পুলিশ অফিসার আশরাফী গোপনে জানতে পেরেছিলেন দস্যু বনহুর পত্নী মিসেস মনিরা ভয়ানক অসুস্থ, বাঁচবে কি-না সন্দেহ। সুচতুর মিঃ আশরাফীর সন্দেহ হয়েছিলো, স্ত্রীর যখন এমন কঠিন অসুখ তখন নিশ্চয়ই স্বামী স্থির থাকতে পারবে না, যেখানেই থাক ছুটে আসবে সে একবার। তাই তিনি প্রায় এক সপ্তাহকাল অবিরাম চৌধুরীবাড়ির আশপাশে গোপনে সশস্ত্র পুলিশ মোতায়েন রেখে তিনি নিজে পাহারা দিচ্ছিলেন। আজ গভীর রাতে হঠাৎ তাদের কানে এসে পৌঁছে অশ্ব পদশব্দ। মিঃ আশরাফী এবং পুলিশ বাহিনীর চোখ আনন্দে নেচে উঠে। তারা বুঝতে পারে, গভীর রাতে নিস্তব্ধ প্রান্তরের দিকে অশ্ব পদশব্দ, নিশ্চয়ই দস্যু বনহুরের অশ্ব পদশব্দ এটা। পুলিশ বাহিনী সতর্ক এবং প্রস্তুত হয়ে নেয়। সত্যিই তারা দস্যু বনহুরকে ঘিরে ফেলতে সক্ষম হয়েছে। মিঃ আশরাফী বনহুরের বুক লক্ষ্য করে রাইফেল উঁচিয়ে ধরেন।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই