সংক্ষিপ্ত বিবরন : পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি এবং পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রতিযোগিতার ফলে মানুষের পৃথিবীতে বসবাস উপযোগী পরিবেশের ক্রমবর্ধমান অবনতি হচ্ছে। এ অবস্থায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকে থাকতে হলে বসবাস উপযোগী অন্য কোনো গ্রহকে বেছে নিতে হবে। এরই সাফল্য হিসেবে ইউরোপিয়ান সাউদার্ন মানমন্দিরে বিজ্ঞানীদের টেলিস্কোপে পৃথিবী থেকে ২০.৫ আলোকবর্ষ দূরে লাল রঙের গি-স ৫৮১ সি' নামের গ্রহটি ধরা পড়ে। গ্রহটি পাথুরে এবং তাপমাত্রা শূন্য থেকে ৪০ ডিগ্রির মধ্যে হওয়ায় তরল পানি ও পানির মহাসাগর থাকার সম্ভাবনা আছে, যা প্রাণ বিকাশের জন্য যথেষ্টই হবে । গ্রহটির দূরত্ব বর্তমানে আবিষ্কৃত স্পেস শিপের গতির তুলনায় অনেক বেশি হলেও ভবিষ্যতে এমন কিছু তৈরি করা সম্ভব যা দিয়ে এই গ্রহ থেকেও অনেক দূরবর্তী স্থানে যাওয়া সম্ভব হবে। তাছাড়া মানুষের আয়ু বৃদ্ধি পেলে দীর্ঘমেয়াদি মহাকাশ ভ্রমণে কোনো বাধা থাকবে না।