রোমেনা  আফাজ

বনহুরের অন্তর্ধান

রোমেনা আফাজ

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : বাবা, তোমরা শুনে আশ্চর্য হবে, দস্যু আমাকে হরণ করে নিয়ে গিয়েছিলো সত্য, কিন্তু আমাকে সে স্পর্শ করেনি বাবা। দস্যু হলেও তার মতো মহৎ আমি দেখিনি। তুমি বিশ্বাস করো বাবা, আমি সেখানে এতটুকু কষ্ট পাইনি। আমাকে সেখানে রাজকন্যার মতো রাখা হয়েছিলো। তাহলে তোকে চুরি করে নিয়ে যাবার কারণ কি ছিলো দস্যুর? জানিনে বাবা। কিন্তু এইটুকুই জানি, দস্যু অতি মহৎ প্রাণ। আমার যে অলঙ্কারগুলি নিয়েছিলো সব ফেরৎ দিয়েছে। সত্য বলছিস মীরা? বললেন লতা দেবী। মীরা তার শরীরের দিকে তাকিয়ে সব অলঙ্কার দেখালো। মন্ত্রি চন্দ্রনাথের চোখে মুখে বিস্ময়! লতাদেবীর খুশিতে মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছে। বললেন তিনি, মা মীরা তোকে ফিরে পাবো সে আশা আমার ছিলো না। আমি অবাক হচ্ছি দস্যু তোর গহনাগুলো কেড়ে নেয়নি।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই