নিবারণরা কেমন আছে
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : গল্প
মূল্য : প্রিমিয়াম
3.5/5
সংক্ষিপ্ত বিবরন : চুল ছাঁটা শেষ করে অতিযত্নে চৌধুরী সাহেবের ঘাড় ঝাড়তে লাগল নিবারণ। আমিও তো জীবনভর কত্তা আপনার কাজ করি। মাঝে অনেকদিন ললাটদোষে কাজ না হয় হয়নি, এখন থেকে তো হবে। ইয়াকুবের জন্য মায়া থাকলে আমার জন্যও আপনার মায়া থাকা উচিত কত্তা। তাছাড়া আমি অভাগা, ইয়াকুব কত্তা অভাগা না। চরে তার ঘরবাড়ি জমাজমি সবই আছে। আমার তো কিছুই নেই। থাকার মধ্যে আছে তিনখানা মেয়ে। মেয়েগুলোকে রক্ষা করাও কত্তা আপনার কত্তব্য।
সংক্ষিপ্ত বিবরন : চুল ছাঁটা শেষ করে অতিযত্নে চৌধুরী সাহেবের ঘাড় ঝাড়তে লাগল নিবারণ। আমিও তো জীবনভর কত্তা আপনার কাজ করি। মাঝে অনেকদিন ললাটদোষে কাজ না হয় হয়নি, এখন থেকে তো হবে। ইয়াকুবের জন্য মায়া থাকলে আমার জন্যও আপনার মায়া থাকা উচিত কত্তা। তাছাড়া আমি অভাগা, ইয়াকুব কত্তা অভাগা না। চরে তার ঘরবাড়ি জমাজমি সবই আছে। আমার তো কিছুই নেই। থাকার মধ্যে আছে তিনখানা মেয়ে। মেয়েগুলোকে রক্ষা করাও কত্তা আপনার কত্তব্য।