রাবেয়া খাতুন

তারপর

রাবেয়া খাতুন

বিষয় : গল্প

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : তারপর থেকে লক্ষ করছি রেজিনার প্রত্যাহিক অপেক্ষা। আমি যেন তৃপ্ত এতে। যেন গর্বিত দৃষ্টি মেলে তাকাতে সাধ জাগে ঐ আমার বক্ষলগ্ন ছোট শিশুটির দিকে। জেলাসি! নিজের মনকে খুঁজতে গিয়ে তার বর্তমান বাসস্থান লজ্জিত করে তোলে নিজকে। ঐ ক্ষুদে বাচ্চাটি! কোনও ব্যাপারেই যে আমার সমকক্ষ নয়, আমারই আশ্ৰয় নিয়ে প্রসার পাবে যার দেহতরু সেই অসহায় মুখাপেক্ষীর বিরুদ্ধে এটি আমার নীরব ষড়যন্ত্র? আশ্চর্য আমাদের মন। বাইরে সাইকোলজিক লেকচার ঝাড়ছি ভেতরে ক্ষত বিক্ষত হচ্ছি নিজেরই সঙ্গে।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই