ইমদাদুল হক মিলন

প্রিয়জন

ইমদাদুল হক মিলন

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : কোথ্থেকে যে বার বার ঠেলে ওঠে কান্না! এই জানালা থেকে উঠানের একপাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটা দেখা যায়। ড্রাইভার এবং পর এই দুজন মিলে আস্তে ধীরে ব্যাগ সুটকেস সব গাড়িতে তুলছে। আমেরিকা থেকে আনা সুন্দর ফ্রক আর জুতো মোজা পরে, মাথার চুল ঝুটি করে বাধা টুপু লাফালাফি করে বেড়াচ্ছে উঠানে। তীব্র আনন্দে যেন ফেটে পড়ছে সে। একসময় মণিকা খালেদ আর মা এসে দাঁড়ালেন মাইক্রোবাসের সামনে । মণিকা এবং খালেদ পায়ে হাত দিয়ে সালাম করল মাকে। মা টুপুকে জড়িয়ে ধরে খানিক কাঁদলেন তারপর নিজেই টুপুকে তুলে দিলেন গাড়িতে।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই