সংক্ষিপ্ত বিবরন : ফ্যান্টাসি, সাইন্স ফিকশন আর থ্রিলারের দুর্দান্ত সমন্বয়েই সৃষ্টি হয়েছে এই কালজয়ী নভেলার। সাম্রাজ্য তথা রাষ্ট্রের শাসকগোষ্ঠী, আমলা এবং সাধারণ জনগনের জন্য কিছু সূক্ষ্ম বার্তা দেয়া আছে বইটিতে। ভাববাদ, দর্শন, বস্তুবাদ এইসবকিছুর সম্মিলনের দারুণ প্রয়াস ছিল ব্র্যান্ডন স্যান্ডারসনের! মুগ্ধতার রেশ রেখে যাওয়া এই গল্পের পটভূমি, স্রোতের বিপরীতে চলতে পছন্দ করা এক ধূর্ত এবং দুর্ধর্ষ চোরাই সাম্রাজ্যের আশা ভরসার শেষ আশ্রয়স্থল। জনপ্রিয় উপন্যাস এল্যান্ট্রিসের ধারাবাহিকতায়ই লেখা হলেও , বৈচিত্র্যে ভরপুর গল্পের গতিপথ । “দ্যা এম্পেররস সোল” তাই সমসাময়িক কালে আলাদাভাবেই নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছে পুরো বিশ্বে! সমালোচকরা বলেন, এটা স্যান্ডারসনের নভেলা হলেও সর্বকালের সেরাগুলোর একটা। আর পাঠকরা অনেকেই বলেছেন,বইটা এত অল্পতেই শেষ হয়ে গেল কেন......?