![ফরিদুর রেজা সাগর](/_next/image?url=https%3A%2F%2Fd25swln94uq8y4.cloudfront.net%2Fmedia%2Fbook_th%2FEklafeTeknafe.jpg&w=750&q=100)
সংক্ষিপ্ত বিবরন : একটা কথা এখন স্পষ্ট। শরিফ সিঙ্গাপুরিকে জোর করে কেউ ধরে নিয়ে যায়নি। জোর করে ধরে নিয়ে গেলে অবশ্যই কোনো ধস্তাধস্তির চিহ্ন এই ঘরে থাকত। আর শরিফ সিঙ্গাপুরি নিজের ইচ্ছায় এই বাড়ি থেকে গেছেন বলেই তিনি দরজায় তার ‘মেড ইন সিঙ্গাপুর’ তালাটাই লাগিয়ে গেছেন। অবশ্য আবুলের কথা থেকে বোঝা যাচ্ছে, ঐ তালাটাই গত দুইদিন এই বাড়িতে লাগানো ছিল। এমন কি আজ ভোরবেলাতেও আবুল ঐ তালাটাই দরজায় বুলতে দেখে গেছে। দুই ঘণ্টা পরে ফিরে এসে দেখেছে হলুদ রঙের তালাটা। এই দুই ঘণ্টায় কেউ এসে শরিফ সিঙ্গাপুরির ফ্যাটে প্রবেশ করেছিল। ফ্যাট বাড়িতে ঢোকার সময় আজকাল অনেককেই খাতায় নাম লিখে ঢুকতে হয়। এই ফ্যাটেও কি তেমন ব্যবস্থা রয়েছে? কথাটা বলতেই সাব ইন্সপেক্টর রহমত আলী একজন কনস্টেবলকে বলল, এখনই নিচে গিয়ে খাতাটা চেক করতে।