সংক্ষিপ্ত বিবরন : ‘গুপী গাইন বাঘা বাইন’, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত একটি রূপকথার গল্প। গল্পের দুই নায়ক গুপী ও বাঘা সঙ্গীতের অনুরক্ত হলেও তারা সাংগীতিক প্রতিভাহীন। এই কারণে গুপীর গ্রাম আমলকী ও বাঘার গ্রাম হরতুকী থেকে তারা বিতাড়িত হয়। পরে তারা বর পেয়ে সঙ্গীত প্রতিভা দিয়েই সকলের মন জয় করেন।