আহসান হাবীব

রন্টুর শূন্য পাওয়া

আহসান হাবীব

বিষয় : গল্প

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : মাছের মারা ডিম পেড়েই খালাস তাদের আর কিছু করতে হয় না। পশুর মারা বাচ্চা দেয়, তাদেরও খুব একটা কিছু করতে হয় না, মানুষের মাকে একটু কষ্ট করতে হয়, পেলে বড় করতে হয় বাচ্চাকে, তবে মায়ের দুধ তারা মার কাছ থেকেই পায়। কিন্তু পাখির মা?...তাকে আগে একটা নিরাপদ গাছ বেছে নিয়ে বাসা বানাতে হয় সময় নিয়ে। তারপর ডিম পাড়তে হয়, সেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে হয়। এরপর খাবার খুঁজে খুঁজে এনে তার বাচ্চাদের খাওয়ায়। যতক্ষণ না সে উড়তে পারছে। মা দিবসে এমন অসাধরণ রচনা লিখেও রন্টু শূন্য পেল। কিন্তু সব শূন্যই কি আসলে শূন্য। কিছু শূন্য একশোর চেয়ে বেশি। চলো সেই শূন্যের গল্পে যাই এবার।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই