সংক্ষিপ্ত বিবরন : বহুল পঠিত ‘কাজলা দিদি’ কবিতার সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত। আর এই জনপ্রিয় কবিতার জনক কবি যতীন্দ্রমোহন বাগচী। তার কবিতায় ছবির মতো চিত্রায়িত হয়েছে মানুষের জীবন। যাপনের বাঁকগুলো নিখুঁতভাবে অংকন করেন তিনি। বিভিন্ন সময়ে তার লেখাগুলো কবিতা একাত্রিত করে প্রকাশ করা হয়েছে যতীন্দ্রমোহন বাগচী’র শ্রেষ্ঠ কবিতা। যা পাঠের মধ্যে দিয়ে ‘কাজলা দিদি’র মতোই আরো অনেক সুপেয় কবিতার সাথে আমরা পরিচিত হতে পারবো।