ইমদাদুল হক মিলন

আমার মেয়ের সংসার

ইমদাদুল হক মিলন

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : মোহকে দেখে একটা ব্যাপার আমি জেনেছি, বুঝেছি, বেশির ভাগ মেয়েরই ভালবাসা যেমন ঘৃণাও তেমন! অর্থাৎ ভালবাসা যতটা তীব্র ঘৃণাও ততটাই। ভালবাসলে তীব্র ভালবাসবে, ঘৃণা করলে তীব্র ঘৃণা করবে। মাঝামাঝি কোনও ব্যাপারে খুব কম মেয়েরই থাকে। এই মোহ একদিন আমাকে কী যে ভালবাসত, কী যে ভালবাসত! এখন কী যে ঘৃণা করে, কী যে ঘৃণা! মোহর ভালবাসা কিংবা ঘৃণা কোনওটারই তুলনা হয় না।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই