জোয়ারের দিন
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : গল্প
মূল্য : প্রিমিয়াম
3.5/5
সংক্ষিপ্ত বিবরন : পদ্মা ভীতু গলায় বলল, ‘ঠাডা পড়তে পারে। কাম নাই তুমার মাছ মারতে যাইয়া। আমাগোর কই মাছ লাগব না।’ পদ্মার কথা শুনে ঠা ঠা করে হেসে উঠল ইরফান, ‘জোয়াইরা দিনে ঠাডা পড়ে না। জোয়াইরা মাছ ধরলে তার খারাপ লাগে হেইডা কি? আসল কতাডা ক বউ!’ পদ্মা খানিক চুপ করে রইল। তারপর বলল, ‘মাছের বড় সুখের দিন এইডা। তুমি কী নিঠুর গো। এই দিনে মাছ না মারলে কী অয়! মাছ না খাইলে কী অয়!’
সংক্ষিপ্ত বিবরন : পদ্মা ভীতু গলায় বলল, ‘ঠাডা পড়তে পারে। কাম নাই তুমার মাছ মারতে যাইয়া। আমাগোর কই মাছ লাগব না।’ পদ্মার কথা শুনে ঠা ঠা করে হেসে উঠল ইরফান, ‘জোয়াইরা দিনে ঠাডা পড়ে না। জোয়াইরা মাছ ধরলে তার খারাপ লাগে হেইডা কি? আসল কতাডা ক বউ!’ পদ্মা খানিক চুপ করে রইল। তারপর বলল, ‘মাছের বড় সুখের দিন এইডা। তুমি কী নিঠুর গো। এই দিনে মাছ না মারলে কী অয়! মাছ না খাইলে কী অয়!’