সংক্ষিপ্ত বিবরন : স্বকৃত নোমান সমকালীন কথাসাহিত্যের পরিচিত একটি নাম। তার হাতে ইতিমধ্যে রচিত হয়েছে রাজনটী, বেগানা, হীরকডানার মতো উপন্যাস। যা পাঠক মহলে সমাদৃত হয়েছে। ‘শেষ জাহাজের আদমেরা’ তার একটি উপন্যাস যেটি বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার চেষ্টারত মানুষদের নিয়ে রচিত। বাংলাদেশের মানুষ কিভাবে নদীপথে অর্থ উপর্জনের জন্য অন্য দেশে পাড়ি জমায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সেই গল্প এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন।