সংক্ষিপ্ত বিবরন : আরশি মাথা তুলে তাকাল। ভোলানাথের বন্ধ সেলুনের সামনে কাঠের খুঁটি। সেই খুঁটির গায়ে, হাতের তালুর সমান ছোট্ট এক চিলতে আয়না। ঝাপসা হয়ে যাওয়া সেই আয়নার দিকে তাকিয়ে খানিক স্থির দাঁড়িয়ে রইল আরশি। তারপর ধীর পায়ে আয়নাটার সামনে গিয়ে দাঁড়াল। আয়নার ভেতর আবছা একটা মানুষ। গতকাল অবধি দেখে আসা সেই একই চোখ, সেই একই নাক, সেই একই মুখ, একই চেহারা। কিন্তু গতকালের সেই আরশি আর এই মানুষটি কি এক? এই মানুষটিকে কি সে চেনে? আরশির হঠাৎ মনে হলো, এই জগতে কেউ কাউকে চেনে না। এই জগৎ আয়নার মতোন। উলটোজগৎ। এখানে সবকিছু উলটো। এই উলটোজগতের নাম আসলে আরশিনগর। পৃষ্ঠা সংখ্যা: ২৭২