সংক্ষিপ্ত বিবরন : ঢাকা শহরের যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। একটা পরিবারের পুত্র-কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনি নিয়ে থাকতেন বাবা-মায়েরা। সুখে-দুখে। তাতে সুবিধা ছিল অনেক, অসুবিধাও ছিল কিছু। দুটো মানুষ পাশাপাশি থাকা মানেই আনন্দ-বেদনার পাশাপাশি কিছু ঝামেলাও ভাগাভাগি করে নেওয়া। বাস্তব কারণে, অর্থনৈতিক চাহিদার তোড়ে, নতুন প্রজন্মের নতুন মূল্যবোধের ধাক্কায় জীবনযাপনের রীতিনীতি পাল্টাবে, এটাই তো স্বাভাবিক। ধানমণ্ডির ৫১ নম্বর বাড়িতে ফয়জুল আলম চৌধুরী পরিবারটি একান্নবর্তী। বড় ছেলে ফয়সল, বড় পুত্রবধূ বুশরা, তাদের ছেলে কাব্য, মেজ ছেলে ফরহাদ, তার বউ শিউলি, ছোট ছেলে ফাহিম, মেয়ে ফারিয়া আর নাতনি টুশিকে নিয়ে ভালোই চলছে এই পরিবারটি। আর তাদের বাড়িতে আছে এক্সটেনশনের ভাড়াটে জয়নাল, গৃহপরিচারিকা আলো আর কাজের ছেলে রতন। দিন যায়, নানা ধরনের আঘাত এসে লাগে পরিবারটির গায়ে। ভেতরে আঘাত, বাইরের ঢেউ। তবু এই বাড়ির সদস্যরা পরম মমতায় ধরে রাখে প্রীতির বন্ধন। কিন্তু সময়ের দাবি অগ্রাহ্য করতে পারে কে? একদিন ভাঙনের ঢেউ এসে লাগে এই পরিবারটিতেও।