আনিসুল হক
জন্ম : 4th March
লেখকের মোট বই 62 টি
বায়োগ্রাফি: কবি, কথাসাহিত্যিক, কলামলেখক, চিত্রনাট্যকার, প্রাবন্ধিক আনিসুল হকের ৫০ বছর পূর্ণ হয়েছে ২০১৫ সালের ৪ মার্চ। ১৯৬৫ সালে নীলফামারীতে জন্ম হয়েছিল তাঁর । পিতা মো. মোফাজ্জল হক, মাতা মোসা. আনোয়ারা বেগম। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে লেখাপড়া করেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। তিনি যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কার্যক্রমে আবাসিক লেখক হিসেবে অংশ নিয়েছেন। যোগ দিয়েছেন সুইডেনের আন্তর্জাতিক লেখক কংগ্রেস, জয়পুর সাহিত্য উৎসব, কলকাতা আন্তর্জাতিক সাহিত্য উৎসব-সহ বিভিন্ন দেশে আয়োজিত সাহিত্য সম্মেলনে। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, সিটি ব্যাংক আনন্দ আলো সেরা বই পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক-সহ নানা পুরস্কারে ভূষিত। তাঁর উপন্যাস মা ও ফাঁদ একাধিক ভাষায় অনূদিত ও দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তাঁর রচিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্র দেশে-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে তিনি এশিয়া প্যাসিফিক স্ক্রিন এয়ার্ডে চূড়ান্ত মনোনয়ন লাভ করেন। তিনি কিশোর আলো পত্রিকার সম্পাদক ও প্রথম আলো-র সহযোগী সম্পাদক।