দস্যু বনহুর ও দস্যুরাণী
লেখক : রোমেনা আফাজ
বিষয় : উপন্যাস
মূল্য : প্রিমিয়াম
3.5/5
সংক্ষিপ্ত বিবরন : বনহুর বেরিয়ে গেলো। নূরী ছুটলো জাভেদের গুহায়। গিয়ে দেখলো ফুল্লরা নিজের আঁচল দিয়ে জাভেদের মুখ চোখ এবং দেহের রক্তে মুছে দিচ্ছে। দু’চোখ দিয়ে ঝর ঝর করে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। নূরী এসে পাশে বসে দু’হাতে মাথাটা কোলে তুলে নিয়ে ব্যাকুল কণ্ঠে ডাকলো- জাভেদ, বাবা জাভেদ একবার চোখ মেলে দেখ বাপ। কিন্তু জাভেদ তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলো, সে কিছু শুনতে পাচ্ছে না। অন্যান্য অনুচরগণ কেউ বাতাস করছে পাখা দিয়ে, কেউ চোখে মুখে পানির ছিটা দিচ্ছে, সবাই ভীষণ ব্যস্ত সমস্ত হয়ে পড়েছে। এমন সময় রহমান ডাক্তার নিয়ে এলো তাকে ব্যাকুল কণ্ঠে বললো ডাক্তার ওকে দেখো। যা ঔষধ লাগে দাও। ওকে ভাল করে দাও ডাক্তার।
সংক্ষিপ্ত বিবরন : বনহুর বেরিয়ে গেলো। নূরী ছুটলো জাভেদের গুহায়। গিয়ে দেখলো ফুল্লরা নিজের আঁচল দিয়ে জাভেদের মুখ চোখ এবং দেহের রক্তে মুছে দিচ্ছে। দু’চোখ দিয়ে ঝর ঝর করে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। নূরী এসে পাশে বসে দু’হাতে মাথাটা কোলে তুলে নিয়ে ব্যাকুল কণ্ঠে ডাকলো- জাভেদ, বাবা জাভেদ একবার চোখ মেলে দেখ বাপ। কিন্তু জাভেদ তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলো, সে কিছু শুনতে পাচ্ছে না। অন্যান্য অনুচরগণ কেউ বাতাস করছে পাখা দিয়ে, কেউ চোখে মুখে পানির ছিটা দিচ্ছে, সবাই ভীষণ ব্যস্ত সমস্ত হয়ে পড়েছে। এমন সময় রহমান ডাক্তার নিয়ে এলো তাকে ব্যাকুল কণ্ঠে বললো ডাক্তার ওকে দেখো। যা ঔষধ লাগে দাও। ওকে ভাল করে দাও ডাক্তার।