ইমদাদুল হক মিলন

ছবির মতো মেয়ে

ইমদাদুল হক মিলন

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : মালার হাতের দিকে মনযোগ রেখেই কথা বলতে লাগল রাহিমা। ‘ভালো না মাইনি ভালো না। খারাপ৷ পয়লা পয়লা বউর জইন্য পাগল থাকে। বউর মজা কইমা আসার পর অন্যদিকে ঘোরে। আমার জামাইডারে দেখলেন না, এক দেড় বচ্ছর আমারে লইয়া সংসার করল। মাইয়াডা হইল। মাইয়ার বয়স সাতআষ্ট মাস হওনের পর গেরামে কামকাইজ নাই দেইখা টাউনে গেল কাম করতে। গিয়া রিকশা চালাইতে আরম্ভ করল। পয়লা কয় মাস গেরামে আইছে। টেকা পয়সা দিছে। তার বাদে আর আহে না। হুনি কী, টাউনে বলে আরেকখান বিয়া করছে। হেই বউ লইয়া বস্তিতে থাকে। এই হগল হুইন্না আমার শ্বশুর শাশুড়ি, ভাসুর দেওররা কয়, সে যহন অন্য জাগায় বিয়া করছে তাইলে তুই আর এই বাড়িতে কেমতে থাকবি! তুই যা গিয়া। আমার মা বাপ গরিব মানুষ, ভাই বইনরা গরিব মানুষ। মাইয়াডা লইয়া আমি কার কাছে যাই কন তো!’

এই লেখকের আরও বই

এ রকম আরও বই