পরানপ্রিয়
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : উপন্যাস
মূল্য : প্রিমিয়াম
3.5/5
সংক্ষিপ্ত বিবরন : নাজমা বেগম এসে দাঁড়ালেন দিপুর সামনে। গভীর আবেগের গলায় বললেন, ‘আমি আজ এই পৃথিবীর সবচে’ সুখী মা। পেটে না ধরেও তোর মতো ছেলে আমি পেয়েছি। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুই আমাকে কথা দে বাবা, আমাকে ছেড়ে কোনোদিনও যাবি না। কোথাও যাবি না।’ দু’হাতে নাজমা বেগমের মুখটা তুলে ধরে কাঁদতে কাঁদতে দিপু বলল, ‘না মা না। সারাটা জীবন ধরে আমি কেবল তোমাকেই খুঁজেছি মা। তোমাকেই খুঁজেছি। আমার জীবন তুমি, আমার আত্মা তুমি। আমার প্রাণের চেয়েও প্রিয় তুমি। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি শুধু তোমার এই বুকে আমাকে একটু আশ্রয় দিও, মা।’
সংক্ষিপ্ত বিবরন : নাজমা বেগম এসে দাঁড়ালেন দিপুর সামনে। গভীর আবেগের গলায় বললেন, ‘আমি আজ এই পৃথিবীর সবচে’ সুখী মা। পেটে না ধরেও তোর মতো ছেলে আমি পেয়েছি। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুই আমাকে কথা দে বাবা, আমাকে ছেড়ে কোনোদিনও যাবি না। কোথাও যাবি না।’ দু’হাতে নাজমা বেগমের মুখটা তুলে ধরে কাঁদতে কাঁদতে দিপু বলল, ‘না মা না। সারাটা জীবন ধরে আমি কেবল তোমাকেই খুঁজেছি মা। তোমাকেই খুঁজেছি। আমার জীবন তুমি, আমার আত্মা তুমি। আমার প্রাণের চেয়েও প্রিয় তুমি। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি শুধু তোমার এই বুকে আমাকে একটু আশ্রয় দিও, মা।’