আহসান হাবীব

বিজ্ঞান স্যার

আহসান হাবীব

বিষয় : গল্প

মূল্য : প্রিমিয়াম

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : মোতালেব হোসেন মডেল হাইস্কুলের বাংলা শিক্ষক মজিদ সাহেব। তিনি বিজ্ঞান শিক্ষকের অভাবে মাঝে-মধ্যে বিজ্ঞান ক্লাসও নিয়ে থাকেন। সেইসব ক্লাসে বিজ্ঞান নিয়ে তার অদ্ভুতসব চিন্তার সাথে ছাত্ররা পরিচত হতে থাকে। তার অদ্ভূত প্রশ্নের জবাব দিতে না পারলে ছাত্রদের শাস্তিও পেতে হয়। মজিদ স্যার ক্লাসে একটা জ্যান্ত ব্যাঙ নিয়ে ঢুকলেন একটা জারে করে। তারপর সেটি টেবিলের ওপর রেখে বললেন, ‘তোরা এই ব্যাঙ সম্পর্কে কে কী জানিস?’— স্যার ব্যাঙকে চুমু দিলে রাজপুত্র হয়। না শেষ পর্যন্ত ঐ দিন ক্লাসে কোনো রাজপুত্রের আবির্ভাব ঘটেনি। তবে হেডস্যারের আবির্ভাব ঘটেছিল। তিনি ক্লাসের দরজায় দাঁড়িয়ে বললেন, মজিদ সাহেব আপনি কাল থেকে এদের বাংলা ক্লাসটাই নিবেন। সবাই খেয়াল করল, বিজ্ঞানমনস্ক বাংলা স্যারের চোয়ালটা মাধ্যাকর্ষণের কারণেই বোধকরি একটু নিচের দিকে ঝুলে পড়ল যেন।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই