সংক্ষিপ্ত বিবরন : মনজু প্রায় লাফিয়ে উঠল। তারপর বিনীত ভঙ্গিতে সালাম দিল, ‘স্নামালেকুম। আপনি হঠাৎ আমার অফিসে কষ্ট করে এতটা পথ কেন এসেছেন? খবর পাঠালে আমিই তো বাড়ি গিয়ে হাজির হতাম। না হয় ফোন করে দিতেন।’ ঝটপট উঠে দাঁড়াবার ফলে মনজুর রিভলবিং চেয়ারটা দোল খাচ্ছিল। মুমু একবার চেয়ারটার দিকে তাকাল। তারপর গম্ভীর গলায় বলল, ‘আইসক্রিম খেতে গিয়েছিলাম, খেতে খেতে তোমার কথা মনে পড়ল, চলে এলাম।’ ‘আমার সৌভাগ্য। আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনি এভাবে চলে এসেছেন।’ ‘এসেছি অবশ্য একটা প্রয়োজনে।’ ‘তা তো বটেই।’ মুমু চোখ সরু করে মনজুর দিকে তাকাল, ‘তা তো বটেই বলছ কেন?’ মনজু বিনয়ের হাসি হাসল, ‘প্রয়োজন ছাড়া আপনার মতো মানুষ আমার অফিসে আসবে এ হতেই পারে না। আপনি বললেও আমি তা বিশ্বাস করব না।’