সংক্ষিপ্ত বিবরন : আল মাহমুদ তাঁর কবিতায় ধারণ করে এসেছেন এক সুদীর্ঘ সময়কাল। কখনো বিপ্লব, কখনো প্রেম, কখনো দ্রোহ – কখনো-বা কালের অধোগতিতে আক্ষেপ ঝরেছে, অস্থিরতা ভর করেছে তার কলমে – কবিতায়। কথিত আছে, বহুকাল আগে সাদা ঘোড়ায় চেপে অল্প ক’জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজী-র আচমকা আবির্ভাবে হতচকিত বৃদ্ধ রাজা লক্ষ্মণ সেন সাম্রাজ্য ফেলেই পালিয়েছিলেন। এদিকে, প্রবীণ কবি আল মাহমুদের ‘বখতিয়ারের ঘোড়া’ আর তার সাথের কবিতাগুলোতে ধারালো শব্দবাণে ক্ষত-বিক্ষত প্রেম কিংবা প্রেমিকা, জীবন অথবা যৌবনের দর্শনেরা যেন পালানোর পথ-ও খুঁজে পায় না!