![আল মাহমুদ](/_next/image?url=https%3A%2F%2Fd25swln94uq8y4.cloudfront.net%2Fmedia%2Fbook_th%2F26AD3C0E.jpg&w=750&q=100)
সংক্ষিপ্ত বিবরন : উপন্যাসের নায়ক বৃদ্ধা বিবি মরিয়মের সঙ্গে দেখা করতে যায়। যে বৃদ্ধা বহু বছর আগে তার মাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। একই সঙ্গে সম্পত্তি থেকেও বঞ্চিত করেছিলেন। তবে বৃদ্ধার সঙ্গে দেখা করতে দেয় না কাজের মেয়ে। বেশ ক’দিন পর বৃদ্ধার সঙ্গে দেখা করার সুযোগ হয় তার। সেখানে আলাপের মাধ্যমে জানা যায় বৃদ্ধা তার দাদু। বৃদ্ধার মেয়ের নাম নাসরিন। নাসরিনের ছেলে এই উপন্যাসের নায়ক। বৃদ্ধা উইল প্রসঙ্গে বলেন-আমি তোমাকে আমাকে দাদু বলে ডাকার অনুমতি দিয়েছি। আমার এ্যাটর্নি এখন কাগজপত্র পরীক্ষা করছে। পড়ে আমার অংশীদারদের ডেকে আমার উইল প্রকাশ করব।