কথা ছিল
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : উপন্যাস
মূল্য : প্রিমিয়াম
3.5/5
সংক্ষিপ্ত বিবরন : মুনা কথা বলল না। ভয়ার্ত চোখে গোগোর দিকে তাকাল। গোগো তখন এক পা এক পা করে ওমরের দিকে এগুচ্ছে। মুখটা থমথমে পাথরের মতো। চোখ দুটো টকটকে লাল। সেই লাল চোখ ফেটে বেরুচ্ছে ক্রোধ। কিন্তু ওমর যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানেই দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না সে। চোখে তার তখনও সেই স্বপ্নের চিহ্ন। মুনাকে স্পর্শ করার আবেশ সারা শরীরজুড়ে। ওমর বুঝতে পারল না আসলে কী হতে যাচ্ছে। তার দিকে এগিয়ে আসা যুবকটির দিকে ফ্যালফ্যাল করে তাকাল সে। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড জোরে একটা ঘুসি এসে পড়ল ওমরের মুখে।
সংক্ষিপ্ত বিবরন : মুনা কথা বলল না। ভয়ার্ত চোখে গোগোর দিকে তাকাল। গোগো তখন এক পা এক পা করে ওমরের দিকে এগুচ্ছে। মুখটা থমথমে পাথরের মতো। চোখ দুটো টকটকে লাল। সেই লাল চোখ ফেটে বেরুচ্ছে ক্রোধ। কিন্তু ওমর যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানেই দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না সে। চোখে তার তখনও সেই স্বপ্নের চিহ্ন। মুনাকে স্পর্শ করার আবেশ সারা শরীরজুড়ে। ওমর বুঝতে পারল না আসলে কী হতে যাচ্ছে। তার দিকে এগিয়ে আসা যুবকটির দিকে ফ্যালফ্যাল করে তাকাল সে। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড জোরে একটা ঘুসি এসে পড়ল ওমরের মুখে।