আহসান হাবীব

জন্মদিন

আহসান হাবীব

বিষয় : গল্প

মূল্য : ফ্রি বই

3.5/5

সংক্ষিপ্ত বিবরন : ছোট্ট মেয়ে নিতু। নিতুর মা সালমা। নিতুর জন্মদিন সামনে। নিতুর মা সালমা চায় তার মেয়েকে জন্মদিনে একটা টিভি কিনে সারপ্রাইজ দিতে। সে জন্য সে তার বিয়ের টিকলিটা বিক্রি কেরে দেওয়ার জন্য অনুরোধ করে তার জামাইয়ের কাছে। নিতুর বাবা সালমাকে বলে, –যাও নিতু মাকে নিয়ে ড্রইংরুমে যাও, কোনায় একটা বাক্স আছে, খুলে দেখো গিয়ে ওর জন্য কী এনেছি। ঘুম ঘুম চোখে নিতু মার কোলে বসে বাক্সের ভেতর থেকে এই মাত্র বের হওয়া জিনিসটা দেখছে। ২১ ইঞ্চির কালার টিভি। সনি... ...ধড়মড় করে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাল নিতু, ছটা বাজে। লাফ দিয়ে বিছানা থেকে নেমে ছুটল দরজা খুলে বাইরে। সিঁড়িতে তার পায়ের ধুপধাপ শব্দ শুনে ক্রু কোঁচকাল সালমা বেগম। এই এক নেশা হয়েছে মেয়ের, উপরতলায় গিয়ে টিভিতে ডোরিমন দেখা। অবশ্য বাড়িওলাটা ভালো। নিতুকে আদর করে বেশ, টিভি দেখতে দেয়...। টিভি কেনার স্বপ্নটা আসলে কে দেখল? নিতুর মা? বাবা? নিতু?...নাকি টিভিটাই?

এই লেখকের আরও বই

এ রকম আরও বই